• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২০, ০১:৪০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২০, ০১:৪০ পিএম

জীবন ও জীবিকার জন্য ছুটির কড়াকড়ি কিছুটা শিথিল

জীবন ও জীবিকার জন্য ছুটির কড়াকড়ি কিছুটা শিথিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ● টিভি থেকে নেয়া

জীবন ও জীবিকার জন্য সাধারণ ছুটির কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা ও স্নাতক শিক্ষার্থীদের ফি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অন্তত খাদ্যের জন্য যাতে কারও কষ্ট না হয় সে ব্যবস্থা করছে সরকার। কর্মহীন ৫০ লাখ পরিবার পাবে নগদ অর্থ। এর জন্য কারও কাছে ধর্ণা দিতে হবে না, টাকা হেঁটে মানুষের কাছে পৌঁছে যাবে, মোবাইলের মাধ্যমে।

তিনি বলেন, সামাজিক সুরক্ষা বেষ্টনির মধ্যে যারা আছেন, তাদের বাইরে থাকা নিম্ন আয়ের মানুষ, যারা এখন কর্মহীন তাদের তালিকা হয়েছে। এমন ৫০ লাখ মানুষের জন্য এককালীন আড়াই হাজার টাকা দেয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, সবার চাহিদা পুরোপুরি পূরণ করতে পারবো না কিন্তু এই নগদ টাকায় কিছুটা হলেও সহায়তা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, করোনায় মানুষের ক্ষতি হয়েছে কিন্তু লাভ হয়েছে প্রকৃতির। দেশের এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না। কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। উদ্বৃত্ত হলে অন্য দেশকে সহায়তা করবে বাংলাদেশ।

এসএমএম

আরও পড়ুন