• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৭, ২০২০, ০২:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২০, ০২:১৮ পিএম

অর্ধেকেরও বেশি ঢাকাসহ আক্রান্ত ১০ জেলা

অর্ধেকেরও বেশি ঢাকাসহ আক্রান্ত ১০ জেলা

দেশে এ পর্যন্ত করোনাভাইরাস (কোভিড-১) আক্রান্তদের অর্ধেকেরও বেশি ঢাকাসহ ১০ টি জেলার বাসিন্দা। ঢাকার পর নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং গাজীপুরে করোনাভাইরাসে সংক্রমের হার সবচেয়ে বেশি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানার কারণেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় ৮ মার্চ। শুরুতে রাজধানী ঢাকায় দেখা দেয় করোনার সংক্রমণ। এ পর্যন্ত রাজধানীসহ ঢাকা বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৮৪৫।

রাজধানীর পর অন্যান্য জেলাগুলোতেও ছড়িয়ে পরে করোনার সংক্রমণ।

আইইডিসিআরের পরিসংখ্যান বলছে, শনিবার (১৬ মে) পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২০ হাজার ৯৫৫ জন। মারা গেছে ৩১৪ জন। এর মধ্যে গত শুক্রবার (১৫ মে) পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম, গাজীপুরসহ ১০ জেলায়ই আক্রান্ত হয়েছেন ১২, হাজার ৬৬৩ জন। এর মধ্যে ঢাকায় ৮ হাজার ৮৪৫ জন, নারায়ণগঞ্জে ১ হাজার ৩৯১ জন, চট্টগ্রামে ৬৪১ জন, গাজীপুরে ৪৯০, মুন্সিগঞ্জে ২৯৭, ময়মনসিংহে ২৭৬ জন, কুমিল্লায় ২৫৯ জন, কিশোরগঞ্জে ২০৬ জন, নরসিংদী ও রংপুরে ১৭৩ জন করে।

ঢাকা মহানগরী ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলার রোগীর সংখ্যা দেশের মোট আক্রান্তের ২১ দশমিক ৪৩ শতাংশ। দেশের মোট আক্রান্তের ৮ দশমিক ৪৭ শতাংশ চট্টগ্রাম বিভাগে, ৩ দশমিক ৫০ শতাংশ ময়মনসিংহ বিভাগে, ২ দশমিক ৫৩ শতাংশ রংপুর বিভাগে, ১ দশমিক ৫৪ শতাংশ সিলেট বিভাগে, ১ দশমিক ৩৯ শতাংশ রাজশাহী বিভাগে এবং ১ দশমিক ১০ শতাংশ বরিশাল বিভাগে।

এসএমএম

আরও পড়ুন