• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২০, ০৫:৪১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২০, ০৫:৪২ পিএম

কোভিড-১৯

৮৯ হাজার কারাবন্দীর স্বাস্থ্য সুরক্ষায় রিট

৮৯ হাজার কারাবন্দীর স্বাস্থ্য সুরক্ষায় রিট

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের আলোকে ৮৯ হাজার কারাবন্দীর স্বাস্থ্য সুরক্ষায় কি প্রস্তুতি ও পদক্ষেপ নেয়া হয়েছে তা, আদালতকে জানানোর নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে ইমেইলের মাধ্যমে এই রিট করেছেন।

রিটের বিষয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে দেশের কারাগারগুলোতে থাকা ৮৯ হাজার কারাবন্দী ও কারারক্ষীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে রিটটি করা হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক ও কারা মহাপরিদর্শকে বিবাদী করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন