• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৭, ২০২০, ১০:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২০, ১০:৩০ পিএম

সেবার ব্রত নিয়ে দায়িত্ব পালন করুন : মেয়র তাপস

সেবার ব্রত নিয়ে দায়িত্ব পালন করুন : মেয়র তাপস
ফাইল ছবি

কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবার ব্রত নিয়ে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে সদ্য দায়িত্ব নেয়া শেখ ফজলে নূর তাপস।

রোববার (১৭ মে) করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এ সময় তিনি তার সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, গর্বের, আস্থার এবং মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান বলেও জানান।

দুর্নীতি এবং দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এ ধরনের কোনও কিছু নজরে আসার সাথে সাথেই কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না।

এর আগে তাপস সকাল সাড়ে ৯ টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা-কর্মী এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

এসএমএম

আরও পড়ুন