• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৮, ২০২০, ০১:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০২০, ০১:২৬ পিএম

দৌলতদিয়া ঘাটে মানুষের উপচে পড়া ভীড়

দৌলতদিয়া ঘাটে মানুষের উপচে পড়া ভীড়
সংগৃহীত ছবি

দৌলতদিয়া ফেরী ঘাটে মানুষের উপচেপড়া ভিড়। পাটুরিয়া ঘাটে এসে ফেরিতে পদ্মা নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে এসে নামছে যাত্রীরা।

ঈদ যত ঘনিয়ে আসছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও লক্ষণ দেখা যায়নি জনসাধারনের মাঝে। গাদাগাদি করে ফেরিতে পারাপার হতে দেখা গেছে যাত্রীদের।

দৌলতদিয়া ঘাটে সামাজিক দূরত্ব বজায় রাখতে নেই প্রশাসনের কোনও নজরদারি। সাধারণ মানুষদের স্বাস্থ্য বিধি না মেনে গাদাগাদি করে চলতে দেখা গেছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সরকার ২৫ মার্চ থেকে গণপরিবহন বন্ধ রাখে। তবে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটো, টেম্পুসহ বিভিন্ন প্রকার ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স নদী পারাপার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আবদুল্লাহু রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। তবে ঈদের কারণে বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে।

এসএমএম

আরও পড়ুন