• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৮, ২০২০, ১০:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০২০, ১০:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় সব ধরনের ঘুড়ি উড়ানো নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৮ মে) জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াৎ উদ-দৌলা খাঁন স্বাক্ষরিত ওই গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক স্থানে ব্যাপকহারে ঘুড়ি ওড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। ফলে, ছিঁড়ে যাওয়া সুতাসহ ঘুড়ি পাশের রাস্তা ও অন্যান্য জায়গায় পড়ে যাওয়ায় মানুষ আহত হওয়াসহ একাধিক  দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কিছু স্থানে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। অতীতে এ ধরনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছিল। তাই ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতাও নিষিদ্ধ করা হলো।’’

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খাঁন বলেন, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএমএম

আরও পড়ুন