• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২০, ২০২০, ০৩:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২০, ২০২০, ০৩:৫৬ পিএম

৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি

৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটানা ৮ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২০ মে) দুপুরে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভারাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করায় বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ আছে। তবে এ সময় ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশের ফিরতে পারবেন বলে জানিয়েছেন আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আবদুল হামিদ। 

সূত্র জানায়, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত টানা আট দিন এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। ঈদের পরে আগামী ৩০ মে থেকে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম আবারো শুরু হবে।

এসএমএম

আরও পড়ুন