• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৭, ২০২০, ০১:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০২০, ০১:৫১ পিএম

অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকের ভোগান্তি

অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকের ভোগান্তি

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন স্থানে ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ উঠেছে বিতরণকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে। ব্যবহারের কয়েক গুণ বিল তৈরির অভিযোগ করছেন গ্রাহকেরা।

বিদ্যুৎ বিতরণকারীরা বলছেন, করোনার প্রকোপের মধ্যে অনুমাননির্ভর বিল তৈরি করায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রাজধানীর পশ্চিম ধানমণ্ডির বহুতল ভবনে বিদ্যুতের গ্রাহক ৪৮ জন। এই গ্রাহকেরা লিফট ও বাহির বাতিসহ যে মিটার ব্যবহার করেন তাতে মাসে বিল আসে ৪০ থেকে ৫০ হাজার টাকার মতো। কিন্তু মার্চ ও এপ্রিলে দেড় লাখ টাকারও বেশি বিল দাবি করেছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি।

এ রকম অভিযোগ আসছে সারা দেশ থেকেই। বিতরণকারী কোম্পানিগুলোর কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের কারণে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং নেয়া সম্ভব হয়নি। এ কারণেই গড় বিল দিয়েছেন তারা।

অনুমাননির্ভর বিল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর।

অনলাইনের মাধ্যমে সংশোধন করে সঠিক বিল জমা দেয়া যাচ্ছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এসএমএম