• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৭, ২০২০, ০৫:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০২০, ০৫:১৩ পিএম

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা
শেখ হাসিনা ও মাহিন্দা রাজাপাকসে

ফুল পাঠিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |

সংসদে আসার ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এই শুভেচ্ছা জানান।

বুধবার (২৭ মে) সকালে শেখ হাসিনা টেলিফোনে রাজাপাকসেকে অভিনন্দন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা দিয়েছেন বলে নিশ্চিত করেন প্রধামন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

১৯৭০ সালের ২৭ মে রাজাপাকসে প্রথম সংসদে যোগ দেন।

প্রেস সচিব জানান, সকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপ হয়। শ্রীলঙ্কা ও দক্ষিণ এশিয়ার অন্যতম নেতা মাহিন্দা রাজাপাকসেকে তার অবদানের জন্য উষ্ণ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও জানান, ক্ষমতায় আসার ৫০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ ফুট উঁচু একটি ফুলের বুকে (তোড়া) শেখ হাসিনা উপহার পাঠিয়েছেন রাজাপাকসেকে।

এসএমএম