• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৫, ২০২০, ১০:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৫, ২০২০, ১০:১৫ পিএম

কোভিড-১৯

জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস

জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস

চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রভাবে প্রবৃদ্ধিতে এই নেতিবাচক ধারা আসবে বলছে সংস্থাটি।

আইএমএফ বলছে, অর্থনীতিতে স্বাভাবিক গতি ফিরবে ২০২১-২২ অর্থবছরে। সে বছর প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পৃথিবীর সব দেশই। অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশেও। টানা ৬৬ দিন বন্ধ রাখার পর সীমিত আকারে অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য চালুর অনুমতি দেয় সরকার। এরইমধ্যে বড় অঙ্কের ক্ষতির শিকার দেশের প্রায় সব খাতই।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ বলছে, করোনার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধারায়।

সংস্থাটির পূর্বাভাস, চলতি অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ কমে যাবে। এতে প্রবৃদ্ধি দাঁড়াবে ৩ দশমিক ৮ শতাংশ। করোনা-পূর্ববর্তী সময়ে চলতি অর্থবছরে ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল সংস্থাটির।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী রেমিট্যান্সেও সুখবর নেই বাংলাদেশের জন্য। সংস্থাটির হিসাবে চলতি অর্থবছর রেমিট্যান্সে প্রবৃদ্ধি হবে মাত্র ১ দশমিক ৪ শতাংশ। অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়াবে ৩ হাজার ৬৫ কোটি ডলার, গত অর্থবছর শেষে যা ছিল ৩ হাজার ২৭৬ কোটি ডলার। তবে, এসময় দেশের মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বলে মনে করছে সংস্থাটি।

কোভিড সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছে আইএমএফ। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ২০২১-২২ অর্থবছরে দেশের অর্থনীতি স্বাভাবিক চেহারায় ফিরবে বলেও মনে করছে সংস্থাটি।ে

এসএমএম

আরও পড়ুন