• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৯, ২০২০, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৯, ২০২০, ০৪:১৬ পিএম

জাতীয় বাজেট ২০২০-২১

ঋণের সুদ দিয়ে দু’টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব

ঋণের সুদ দিয়ে দু’টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব
সংগৃহীত ছবি

২০২০-২১ অর্থবছরে ঋণের সুদ বাবদ সরকারকে পরিশোধ করতে হবে প্রায় ৬৪ হাজার কোটি টাকা। যা দিয়ে দুটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। সরকারের ব্যাংক ঋণ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি বলে জানান সংশ্লিষ্টরা। তবে বিষয়টি নিয়ে ভাববার সময় এসেছে, বলছেন বিশ্লেষকরা।

তাদের মতে, যথাযথ ঋণ ব্যবস্থাপনা করতে না পারলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হবে।

২০২০-২১ অর্থবছরে ঋণের সুদ পরিশোধে সরকারের ব্যয় হবে প্রায় ৬৪ হাজার কোটি টাকা। যার ৯০ শতাংশই বরাদ্দ থাকছে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে।

চলতি অর্থবছরে ঋণের সুদ বাবদ ৫৭ হাজার ৬৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিলো। কিন্তু ব্যাংক ঋণ বেড়ে যাওয়ায় সংশোধিত বাজেটে বাড়ানো হয়েছে সুদ পরিশোধের ব্যয়।

বিশ্লেষকরা বলছেন, ব্যয় অত্যন্ত বেশি। তবে, দেশের বর্তমান ও সার্বিক পরিস্থিতি মিলিয়ে এটিকে একপ্রকার স্বাভাবিকই দেখছেন তারা।

অর্থ বিভাগের বাজেট বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ অর্থবছরে সুদের ব্যয় বেড়েছে শতভাগ। সঞ্চয়পত্রের সুদ, মেয়াদি ঋণের সুদ, সরকারি কর্মচারীদের বেতন ভাতা, চলতি ঋণ, বীমা ও অন্যান্য ঋণের সুদে খরচ হয় বাজেটের বিশাল অংশ। তাই এ ধরনের পরিস্থিতিতে ঋণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নগদ ও ঋণ ব্যবস্থাপনায় সংস্কার আনার ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা।

জরুরি ভিত্তিতে এ বিষয়ে সংস্কার কার্যক্রম হাতে নেয়ার ওপরও জোর দেন খাত সংশ্লিষ্টরা।

এসএমএম

আরও পড়ুন