• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০২০, ০৬:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০২০, ০৬:১৩ পিএম

‘ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের অবহেলা স্পষ্ট’

‘ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের অবহেলা স্পষ্ট’
ফাইল ছবি

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতিকে দায়ী করে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি।

বুধবার (১০ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয় সংস্থাটির তদন্ত কমিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার সনদবিহীন ওই করোনা ইউনিটে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম ছিল না। ত্রুটিপূর্ণ জেনেও পুরনো শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসানো হয়েছিল। এসির বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ইউনিটে কোনও ধরনের ফায়ার এক্সিট রাখেনি এবং সেখানের ফায়ার এক্সটিংগুইশার মেয়াদোত্তীর্ণ ছিল। এই প্রতিবেদন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

গত ২৭ মে রাতে গুলশান-২ নম্বরের ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগলে সেখানে থাকা পাঁচজন রোগী মারা যান। ওই পাঁচজনের মধ্যে তিনজন করোনা আক্রান্ত ছিলেন। বাকি দুইজনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এসএমএম

আরও পড়ুন