• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০২০, ০৩:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০২০, ০৩:০৬ পিএম

বাজেট পরবর্তী প্রতিক্রিয়া

‘দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ভারসাম্যপূর্ণ বাজেট’

‘দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ভারসাম্যপূর্ণ বাজেট’
ওবায়দুল কাদের ● ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) কবল থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের এবার ভারসাম্যপূর্ণ বাজেট দেয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) নিজ বাসভবনে এমনটাই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সাথে তিনি জানান, করোনা মোকাবেলার জন্য এবারের বাজেটে স্বাস্থ্যখাতে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে বরাদ্দ ও প্রণোদনা রাখা হয়েছে।

করোনা শনাক্তের কিটসহ হাসপাতাল ও চিকিৎসার বিভিন্ন রকম ইকুইপমেন্ট কেনার জন্য স্বাস্থ্যখাতে আলাদা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে- বিএনপি নেতাদের এ ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করতে দেখা গেছে। এবারও তারা সঙ্কট জয়ের সুপরিকল্পিত উদ্যোগ এই বাজেটের বিরুদ্ধে চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করছে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র ৫০ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছিল আর শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ শুধু স্বাস্থ্যখাতে ৪১ হাজার ২৭ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন