• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২, ২০২০, ০৩:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২, ২০২০, ০৩:৪৩ পিএম

করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়ালো, মৃত্যু আরো ৩৮ জন

করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়ালো, মৃত্যু আরো ৩৮ জন
ফাইল ছবি

ঢাকা  : দেশে আরো ৪০১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ১,৫৩,২৭৭ জন। এর ফলে করোনায় দেড় লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জন মৃত্যু বরণ করেছে। নতুন ৩৮ জন নিয়ে মোট মৃত্যু- ১,৯২৬ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১৮,৩৬২ টি, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন-  ৪,৩৩৪ জন, নতুন ৪,৩৩৪ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ৬৬,৪৪২ জন।

প্রতিবারের মতো করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে বেড়েই চলেছে মৃত্যু।

জাগরণ/এমটিআই