• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩, ২০২০, ০৯:৪০ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩, ২০২০, ০৯:৪০ এএম

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
ছবি ইউএনবি’র সৌজন্যে

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বুড়িমারী স্থলবন্দর।

বৃহস্পতিবার (২ জুুলাই) দুপুর থেকে আমদানি-রফতানি চালু হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল ও কাস্টমসের সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমা।

এর আগে গত ১০ জুন একবার স্থলবন্দরটি চালু হলেও তিন ঘণ্টা পর চ্যাংড়া বান্ধা স্থলবন্দর এলাকার স্থানীয়রা বাংলাদেশি পণ্য প্রবেশে বাধা দেয়ায় আমদানি-রফতানি কার্যক্রম আবরও বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার ভারত বাংলাদেশের আমদানি রফতানিকারকদের বৈঠক শেষে উভয় দেশের পণ্য আনা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলে আমদানি রফতানি শুরু হয়।

এ সময় বুড়িমারী স্থলবন্দর আমদানি রফতানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল ও সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমাসহ ভারতীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ইউএনবি।

কেএপি

আরও পড়ুন