• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০২০, ১১:২৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০২০, ১১:২৫ এএম

স্বাস্থ্যবিধি মেনে নিম্ন আদালতে আত্মপমর্পণের সুযোগ

স্বাস্থ্যবিধি  মেনে নিম্ন আদালতে আত্মপমর্পণের সুযোগ

করোনার কারণে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর নিম্ন আদালতে আত্মপমর্পণের সুযোগ ফিরলো ফৌজদারি মামলার আসামিদের।

শনিবার (৪ জুলাই) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট।

এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি নিশ্চিতে এক আসামির পক্ষে সর্বোচ্চ দুই আইনজীবী শুনানিতে অংশ নিতে পারবেন। এ সময় আদালতে থাকতে পারবেন না ৬ জনের বেশি। মামলায় একাধিক অভিযুক্ত থাকলে কাঠগড়ায় ওঠানো যাবে সর্বোচ্চ ৫ আসামিকে।

১১ মে থেকে ভার্চুয়াল কোর্টে জামিন আবেদনের শুনানি করা গেলেও আসামির আত্মসমপর্ণের সুযোগ ছিল না। এ নিয়ে আইনজীবীদের দাবি বিবেচনায় আত্মসমর্পণের সুযোগ নিশ্চিত করলো সুপ্রিম কোর্ট।

কেএপি

আরও পড়ুন