• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৯, ২০২০, ১২:৫৩ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০২০, ১২:৫৩ এএম

করোনায় ছড়াকার আলম তালুকদারের মৃত্যু

করোনায় ছড়াকার আলম তালুকদারের মৃত্যু
আলম তালুকদার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছড়াকার, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আলম তালুকদার মারা গেছেন।

বুধবার (৮ জুলাই) বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তার মেয়ে নীপা জানান, গত শনিবার আলম তালুকদারকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়।

আলম তালুকদার ১৯৫৬ সালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলারগালা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে চাকরিতে যোগ দেন। তিনি  সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক ও পরিবার পরিকল্পনা মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরির মেয়াদ শেষে সরকারের অতিরিক্ত সচিব হিসেবে ২০১৬ সালে অবসর নেন।

তিনি বিশিষ্ট ছড়াকার হিসেবে পরিচিত ছিলেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২০টি। তার প্রথম বই ‘ঘুম তাড়ানোর ছড়া’ প্রকাশিত হয় ১৯৮২ সালে। উল্লেখযোগ্য বই হচ্ছে- খোঁচান ক্যান, চাঁদের কাছে জোনাকি, ডিম ডিম ভূতের ডিম,ঐ রাজাকার, যুদ্ধে যদি যেতাম। তিনি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

কেএপি

আরও পড়ুন