• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৯, ২০২০, ০৩:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০২০, ০৩:৪০ পিএম

সাহেদের মুখপাত্র তারেক আটক, র‌্যাব হেফাজতে ভায়রা

সাহেদের মুখপাত্র তারেক আটক, র‌্যাব হেফাজতে ভায়রা
ফাইল ফটো

রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদের মুখপাত্র তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর
নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে সাহেদের ভায়রা ভাই মোহাম্মদ আলী বশিরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব। তিনি নাটক প্রযোজনা প্রতিষ্ঠান
‘টেলিহোম’-এর প্রধান।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ দৈনিক জাগরণকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারেক শিবলীকে গ্রেফতারের পর
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তিনি সাহেদের মুখপাত্র হিসেবে কাজ করতেন।

এই কর্মকর্তা আরও জানান, ৭ জুলাই রাতে বনানী থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় সাহেদের ভায়রা মোহাম্মদ আলী বশিরকে। অভিযোগ রয়েছে সাহেদের অবৈধ টাকা দিয়ে
আলী বশির নাটক প্রযোজনা করতেন। এই অভিযোগে এবং সাহেদ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে।

তাকে গ্রেফতার দেখানো হবে কি না, এ বিষয়ে আশিক বিল্লাহ দৈনিক জাগরণকে বলেন, এখনও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা নিয়ে তা পরীক্ষা না করাসহ বিভিন্ন অভিযোগে গত ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র‌্যাব। রিজেন্ট হাসপাতালের
চেয়ারম্যানসহ ১৭ জনের নাম উল্লেখসহ ২৬ জনকে আসামি করা হয় এতে।


এমএ ইউ

আরও পড়ুন