• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১০, ২০২০, ১১:২২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০২০, ১১:২২ এএম

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ইতালির নতুন নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ইতালির নতুন নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ১৩ দেশে গত ১৪ দিনে যাদের ভ্রমণ রেকর্ড রয়েছে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালি। অবশ্য এ সিদ্ধান্ত কতদিন বহাল থাকবে তা স্পষ্ট করা হয়নি। 

বৃহস্পতিবার (৯ জুলাই) এ অধ্যাদেশে সই করেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সা।
বাংলাদেশ ছাড়াও এ তালিকায় আছে ব্রাজিল, কুয়েত, বাহরাইন, আর্মেনিয়া, বসনিয়া হর্জেগোভিনা, চিলি, মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু, কুয়েত এবং ডোমেনিকান প্রজাতন্ত্র।

ইতালির স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন এবং শেনজেনের বাইরের অন্য সব দেশ থেকে যারা ইতালি আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন বহাল থাকবে।

সোমবার (৬ জুলাই) ঢাকা থেকে রোমে ফেরা ৭৭ জনের শরীরে করোনা শনাক্তের পরই এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে ফ্লাইট স্থগিত করে ইতালি।

কেএপি

আরও পড়ুন