• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ০৮:৪৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০২০, ০৮:৪৮ এএম

বিদেশি মিডিয়ায় জালিয়াতি সিন্ডিকেট ‘মক্ষিরানী’ সাবরিনা

বিদেশি মিডিয়ায় জালিয়াতি সিন্ডিকেট ‘মক্ষিরানী’ সাবরিনা
- কলকাতা ২৪×৭ এর সৌজিন্যে

করোনার ভুয়া পরীক্ষার সার্টিফিকেট ইস্যুতে দেশে সমালোচিত ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে নিয়ে বিদেশি সংবাদমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ‘কলকাতা ২৪*৭’ তাকে মক্ষিরানী আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে।

তার গ্রেফতার নিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘দেখতে যেন নায়িকা আচরণে খলনায়িকা, করোনা টেস্ট জালিয়াতির মক্ষিরানি ধৃত’।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘কোটি কোটি টাকার ভুয়ো করোনা টেস্ট রিপোর্ট তৈরি, হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চিকিৎসক সাবরিনা চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। টানা ৪৮ ঘণ্টার বেশি পুলিশের চোখে ধুলো দিয়ে প্রভাবশালী মহলের সাহায্যে নিজেকে মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা কাজে এলো না। রবিবার করোনা টেস্ট কেলেঙ্কারি চক্র জেকেজি গ্রুপের মক্ষিরানি ডা. সাবরিনা চৌধুরী ধরা পড়লেন।’

প্রসঙ্গত, নমুনা সংগ্রহের পর পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার প্রতারণা মামলায় রোববার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।

এসকে