• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০২০, ১২:০৭ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০২০, ১২:০৭ এএম

২৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান

২৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ● ফাইল ছবি

২৫ জুলাইয়ের মধ্যে সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বুধবার (১৫ জুলাই) রাজধানীতে শ্রমভবনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের এই আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে বর্তমান পরিস্থিত সবার জন্যই সংকটের। উৎপাদন ঠিক রাখতে শ্রমিকদের দিকেও নজর রাখতে হবে। অর্থনীতির স্বার্থে মালিক-শ্রমিকদের একসঙ্গে কাজ করা এবং ছাঁটাই না করারও অনুরোধ করেন তিনি।

তিনি জানান, বন্ধ পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধে সহযোগিতা করবে শ্রম মন্ত্রণালয়।

রাষ্ট্রায়ত্ত সব পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে সরকার। গত ২৮ জুন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ফলে একসঙ্গে ২৫টি সরকারি পাটকলের উৎপাদন বন্ধ হওয়ায় সরাসরি ২৪ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

কেএপি