• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৬, ২০২০, ১২:১৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০২০, ১২:১৬ এএম

‘চামড়া সন্ত্রাস বরদাশত নয়’

‘চামড়া সন্ত্রাস বরদাশত নয়’
সংগৃহীত ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সরকারঘোষিত স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটে কোরবানির পশু বেচাকেনা করতে হবে। হাটে জাল নোট বন্ধে পুলিশি তত্পরতা বাড়াতে হবে। ব্যবসায়ীরা যেন অতিরিক্ত আদায় করতে না পারেন, সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। চামড়াপাচার রোধেও পুলিশকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। 

বুধবার (১৫ জুলাই) বিকালে ঈদুল আজহা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশের সব ইউনিটপ্রধানের সঙ্গে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থাসংক্রান্ত জুম মিটিংয়ে তিনি এসব কথা বলেন। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এই তথ্য জানান। 

আইজিপি বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে। কোনও পরিবহন অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না। লঞ্চসহ সব ধরনের জলযান অতিরিক্ত যাত্রী নিতে পারবে না। সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে। গুরুত্বপূর্ণ মসজিদে ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঈদকে কেন্দ্র করে যেন কোনও গোষ্ঠী বা মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও ধরনের গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা  নজরদারি ও মনিটরিং বাড়াতে হবে। জঙ্গি ও সন্ত্রাসীগোষ্ঠীর অপতৎপরতা সম্পর্কে সতর্ক ও তৎপর থাকতে হবে।’

কেএপি

আরও পড়ুন