• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০২০, ১২:৩৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০২০, ১২:৩৯ এএম

দেশের প্রথম হেলিপোর্ট নির্মাণে কাজ চলছে

দেশের প্রথম হেলিপোর্ট নির্মাণে কাজ চলছে
সংগৃহীত ছবি

দেশের প্রথম হেলিপোর্ট তৈরি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে কাজ করা হচ্ছে। হেলিপোর্টের জন্য উপযুক্ত স্থান নির্ধারণও করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন সিনিয়র সচিব মহিবুল হক।

আনুষঙ্গিক কাজ সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে যা দ্রুততম সময়ে একটি প্রতিবেদন পেশ করবে। গঠিত কমিটি প্রতিবেদন পেশ করার পর হেলিপোর্ট তৈরির নানা বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানান মহিবুল হক।

তিনি বলেন, বাংলাদেশের পর্যটনের উন্নয়নের জন্য একটি নীতিমালা তৈরির কাজ চলছে। এই নীতিমালায় পর্যটনের সঙ্গে জড়িত প্রত্যেক মন্ত্রণালয়ের দায়িত্ব সুনির্দিষ্ট করা হবে, যাতে তারা তাদের অংশের কাজটুকু সঠিকভাবে সম্পাদনের মাধ্যমে বাংলাদেশের পর্যটনের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

টুরিস্ট পুলিশ ইউনিট গঠন করা বাংলাদেশের পর্যটনের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমাত্রিক নেতৃত্ব ও দূরদৃষ্টির ফসল বলেও উল্লেখ করেন সিনিয়র সচিব।

কেএপি

আরও পড়ুন