• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০২০, ১২:৪৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০২০, ১২:৪৫ এএম

‍‍‘জেকেজি, ও রিজেন্টের সনদ নিয়ে কেউ ইতালি যাননি‍’

‍‍‘জেকেজি, ও রিজেন্টের সনদ নিয়ে কেউ ইতালি যাননি‍’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ● ফাইল ছবি

বিতর্কিত জেকেজি হেলথ‌ কেয়ার ও রিজেন্ট হাসপাতাল থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার সনদ নিয়ে বাংলাদেশ থেকে কেউ ইতালি যাননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (১৫ জুলাই) রাতে তিনি জানান, কোভিড-১৯ মহামারির মধ্যে এ যাবৎ ইতালিতে ফিরে যাওয়া বাংলাদেশিদের মধ্যে মাত্র ৩৩ জন কোভিড-১৯ ‘নেগেটিভ’ সনদ নিয়ে গেছেন। তাদের সনদগুলো নিয়েছেন অন্যত্র পরীক্ষার মাধ্যমে। সেই সনদগুলো যথার্থ ছিল।

তিনি জানান, ইতালি সরকার বাংলাদেশ থেকে যাওয়ার সময় কোভিড-১৯ সনদ থাকার বিষয়টি বাধ্যতামূলক করেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুয়া কোভিড-১৯ ‌‘নেগেটিভ’ সনদ নিয়ে বাংলাদেশিরা ইতালি গেছেন বলে কিছু গণমাধ্যম যে খবর দিচ্ছে তা সঠিক নয়। 

ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার ওপর আগামী ২ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে এমন খবরও সঠিক নয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতালি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশসহ ১৩টি দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

কেএপি