• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৩১, ২০২০, ০৯:১৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০২০, ০৯:১৯ পিএম

বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আযহা পালিত

বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আযহা পালিত
ঈদের জামায়াতে নামাজরত মুসল্লিরা-সংগৃহীত

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা। করোনা মহামারির মধ্যে সকল স্বাস্থ্যবিধি মেনেই ঈদ উপযাপন করছেন মুসলিমরা। নামাজ আদায়েও ছিল সর্বোচ্চ সতর্কতা। মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই হয়েছে ঈদের জামাত।

রয়টার্সের খবর বলা হয়েছে, নামাজ, উদযাপন এমনকি পশু কোরবানির ক্ষেত্রেও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৮০০ জন এবং প্রাণ হারিয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ৬৮৪ জন। করোনা মহামারির মধ্যেই সীমিত পরিসরে ঈদ পালন করছেন মুসলিমরা।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় করোনা স্বাস্থ্যবিধি মেনেই ঈদ উদযাপিত হচ্ছে। নামাজ আদায় এবং পশু কোরবানির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। করোনার কারণে মসজিদে পশু কোরবানি ও মাংস বিলির রীতি বাতিল করা হয়েছে।

থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মসজিদের ভেতরে ও বাইরে মাস্ক পরে মুসল্লিদেরা নামাজ আদায় করেছেন।

সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়া সীমিত পরিসরে পালিত হচ্ছে হজ।

তুরস্কের আয়া সোফিয়ায় ঈদের নামাজে ছিল অনেক ভিড়। সম্প্রতি যাদুঘর থেকে এই স্থাপনাকে আবার মসজিদে রুপান্তর করা হয়েছে।

এমএইউ