• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৩, ২০২০, ১১:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২০, ১১:৫৮ পিএম

বাসাবাড়িতে গ্যাস লাইন আর নয়

বাসাবাড়িতে গ্যাস লাইন আর নয়

তিন থেকে চার বছরের মধ্যে ডিপিডিসির সব বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে যাবে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ সময় জ্বালানির জ্যেষ্ঠ সচিব জানান, শিগগিরই এলপিজি গ্যাসের দাম ঠিক করে দেয়া হবে। শুনানির মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করবে বিইআরসি।

ঈদের ছুটির পরই কর্মচঞ্চল হয়ে উঠেছে সচিবালয়। বিদ্যুৎ-জ্বালানির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন নসরুল হামিদ।

এ সময় প্রতিমন্ত্রী জানান, সরকারের এ মেয়াদেই এক কোটি গ্রাহককে বিদ্যুতের প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। বাসাবাড়িতে গ্যাসের ক্ষেত্রেও প্রিপেইড সিস্টেম করা হবে।

মতবিনিময়ে জ্যেষ্ঠ সচিব আনিছুর রহমান জানান, বাসাবাড়িতে গ্যাস লাইন দেয়ার কোনও পরিকল্পনা নেই সরকারের। ঠিক করে দেয়া হবে এলপিজির দাম।

প্রতিমন্ত্রী আরও জানান, আমিনবাজারে ৩৬ ও নারায়ণগঞ্জে ৬ মেগাওয়াট বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হবে। দুই বছরের মধ্যে শুরু হবে উৎপাদন।

ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। যাদের গাফিলতি আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

কেএপি

আরও পড়ুন