• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৮, ২০২০, ১১:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৮, ২০২০, ১১:৩৭ পিএম

৩১ জেলায় বিস্তৃত বন্যা কমে এখন ১২ জেলায়

৩১ জেলায় বিস্তৃত বন্যা কমে এখন ১২ জেলায়
সংগৃহীত ছবি

দেশের প্রধান সব নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। চলতি মৌসুমে ৩১ জেলায় বিস্তৃত বন্যা এখন কমে ১২ জেলায়।

শনিবার (৮ আগস্ট) বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে, আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরো উন্নতি হবে।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদী তীরবর্তী ও নিচু এলাকার ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো ঘরে ফিরতে পারেননি অনেকে। সেই সাথে পানিবাহিত রোগের প্রকোপও দেখা দিয়েছে।

লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানিও কমছে। তবে বন্যার নেমে গেলেও ভাঙনে তিস্তা ও ধরলা পারের অসংখ্য মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। ঘর-বাড়ি ছাড়াও নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বাদাম, ভুট্টা, পাটসহ বিভিন্ন আবাদি ফসলের জমি। চলতি মৌসুমে ২ দফা বন্যায় ফরিদপুর জেলার ৭ উপজেলার ১৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৬৩ হাজার কৃষক।

মানিকগঞ্জে পদ্মা-যমুনার পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কালিগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি নদীর পানি কমতে থাকায় রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নামছে।

রংপুর জেলায় বন্যার পানি নেমে গেলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ডের ৫০ হাজার মানুষ এখনো পানিবন্দী।

তুরাগ ও বংশী নদীর পানি এখনও বইছে বিপৎসীমার ওপর দিয়ে। এর জেরে সাভারের ৮ ইউনিয়নের ১০০ গ্রামের মানুষ এখনও পানিবন্দী।

কেএপি