• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১২, ২০২০, ০৩:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১২, ২০২০, ০৩:৪৭ পিএম

স্বাস্থ্যের সাবেক ডিজিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

স্বাস্থ্যের সাবেক ডিজিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বুধবার (১২ আগস্ট) সকাল দশটার দিকে তার জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বাধীন দল।

 
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এই মহাপরিচালকের বিরুদ্ধে কোভিড চিকিৎসায় নিম্নমানের মাস্ক ও অন্যান্য সরঞ্জাম বিভিন্ন হাসপাতালে সরবরাহ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আগামীকালও তাকে রিজেন্ট হাসপাতালে ও ভুয়া করোনা সনদের ব্যাপারে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। এছাড়া আজকেই আরেকটি অনুসন্ধান দল রিজেন্ট ও জেকেজি প্রতারণার অনুসন্ধানে অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মোহাম্মদ আমিনুল ইসলামকেও জিজ্ঞাসাবাদ করছে। একই বিষয়ে অধিদপ্তরের আরও তিন কর্মকর্তাকে আজই জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।

এম

আরও পড়ুন