• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২০, ০৮:২৮ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০২০, ০৮:৫৩ এএম

আসন্ন ৫ আসনের উপ-নির্বাচন

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী ১৪১ জন

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী ১৪১ জন

দেশের আসন্ন ৫টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোট ১৪১ জন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। যার মধ্যে প্রয়াত সাংসদ এডভোকেট সাহারা খাতুনের ঢাকা-১৮ আসনেই মনোয়ন প্রত্যাশীর সংখ্যা ৫৬ জন। তবে ক্ষমতাসীন দলটির মনোয়ন প্রত্যাশীদের একটি বড় অংশই অরাজনৈতিক ব্যক্তিবর্গ।

রোববার বিকেল ৫টায় ফরম জমা দেয়ার মধ্যে দিয়ে এ কার্যক্রমের সমাপ্তি ঘটে। পরবর্তীতে সোমবার জানা যায় আওয়ামী লীগের মোট মনোয়ন প্রত্যাশীদের চূড়ান্ত সংখ্যা। ১৭ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

রোববার বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেয়া চলে।

এই ৫টি আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোয়ন প্রত্যাশীদের মাঝে নওগাঁ-৬ আসনে ৩৪ জন, সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন, পাবনা-৪ আসনে ২৮ জন, ঢাকা-৫ আসনে ২০ জন এবং ঢাকা-১৮ আসনে সর্বোচ্চ সংখ্যক ৫৬ জন আওয়ামী লীগের মনোয়ন ফরম তুলে জমা দিয়েছেন।

নওগাঁ-৬ আসনের মনোয়ন প্রত্যাশীদের তালিকা-

• সিরাজগঞ্জ-১ আসনের মনোয়ন প্রত্যাশীদের তালিকা-

• পাবনা-৪ আসনের মনোয়ন প্রত্যাশীদের তালিক-

ঢাকা-৫ আসনের মনোয়ন প্রত্যাশীদের তালিকা-

ঢাকা-১৮ আসনের মনোয়ন প্রত্যাশীদের তালিকা-

এসকে