• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০, ১২:০৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২, ২০২০, ১২:০৪ এএম

আগের ভাড়ায় ফিরলো গণপরিবহন

আগের ভাড়ায় ফিরলো গণপরিবহন
সংগৃহীত ছবি

তিন মাস পর আগের ভাড়ায় ফিরলো গণপরিবহন। একই সাথে বাতিল হলো দুই সিটে একজন বসার নিয়ম। তবে বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানা এবং বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ কারও কারও।

গণপরিবহন হিসেবে বাসের ওপর নির্ভরশীলতা দেশের অধিকাংশ মানুষের। বিভিন্ন সময়ে অতিরিক্ত যাত্রি আর ভাড়া নিয়ে নগরবসীর অসস্তিও কম নয়। এমন পরিস্থতিতে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি সংক্রমণ রোধে শুরুতে প্রায় ২ মাস বন্ধ থাকে গণপরিবহন।

জনগণের ভোগান্তি বিবেচনায় স্বাস্থ্য বিধি মেনে ৬০ শতায় ভাড়া বাড়িয়ে ১ সিন ফাঁকা রেখে বাস চালুরাখার সিদ্ধান্ত হয় গত ১ জুন থেকে।

শুরুতে স্বাস্থ্যবিধি মান হলেও ক’দিন বাদে সেই একই অবস্থা। তাই আবারও আগের ভাড়ায় ফিরলো গণপরিবহন। যদিও হাতিরঝিলে যাত্রীরা বাড়তি ভাড়ার অভিযোগ করেন।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে বাড়তি ভাড়ার অভিযোগ ছিলো না। তবে চালক-হেলপার-কাউনটারদের মাঝে মাস্ক পরা এবং হ্যান্ড সেনিটাইজারের ব্যবহারও তেমন দেখা যায়নি।

নিজ বাসভবনে অনলাইনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুলের হুঁশিয়ারি দেন। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কেএপি

আরও পড়ুন