• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০, ১২:১৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৪, ২০২০, ১২:১৪ এএম

আহত ইউএনও ওয়াহিদা খানমের দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী

আহত ইউএনও ওয়াহিদা খানমের দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী

গুরুতর আহত চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক,এমপি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে স্বাস্থ্যমন্ত্রী টেলিফোন বার্তায় এ কথা জানিয়েছেন। একইসাথে মন্ত্রী এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানিয়ে ও দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী করেছেন।

উল্লেখ্য, গতকাল বুধবার রাতে আড়াইটার দিকে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা ও তার মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে তাদের উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে গুরুতর আহত ইউএনওকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।

এসকে

আরও পড়ুন