• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ১২:২৯ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০, ১২:২৯ এএম

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন তহবিল বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এফ টুয়েন্টি ক্লাইমেট সলিউশন উইক- উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভার্চুয়াল আয়োজনে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এফ টুয়েন্টি ও কিং খালেদ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর সহযোগিতা এবং টেকসই ব্যবস্থাপনার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

বাস্তুচ্যুত ও জলবায়ু শরণার্থী ইস্যুতে বৈশ্বিক সমর্থন জোগাতে জি টুয়েন্টিকে বৃহত্তর দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। 

কেএপি

আরও পড়ুন