• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০, ১০:৩৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২০, ১০:৩৩ এএম

মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবদুল আজিজ (৪০) নামে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ মোট ৩৭ জনের ৩২ জনই মারা গেল।

এ তথ্য নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে আবদুল আজিজের মৃত্যু হয়। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ ছিল।

আবদুল আজিজের ভাতিজা রমজান হোসেন জানান, মৃতের বাড়ি শরীয়তপুর নড়িয়ার বদেরশ্বর বাজার এলাকায়। বাবার নাম মনু মিয়া। থাকতেন নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায়। দুই সন্তানের জনক তিনি। মসজিদটির পাশেই তার লন্ড্রি দোকান রয়েছে।

তিনি আরো জানান, ঘটনার আগ মুহূর্তে দোকান থেকে নামাজ পড়তে মসজিদে যান চাচা আবদুল আজিজ। এরপরই দুর্ঘটনার শিকার হন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ৩৭ জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাগরণ/এমআর