• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০, ০২:০৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২০, ০২:৫৪ পিএম

অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিলো সরকার 

অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিলো সরকার 
ফাইল ছবি

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে সরকার। এখন থেকে সরকারি মেডিক‌্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাবরেটরিসহ সব স্বাস্থ্য ইনস্টিটিউটে অ্যান্টিজেনভিত্তিক টেস্ট করা হবে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে। 

স্বাস্থ্য মহাপরিচালকের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বিলকিস বেগম স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

এতে বলা হয়, সারা দেশে অ্যান্টিজেন টেস্টের চাহিদার পরিপ্রেক্ষিতে অল্প সময়ে করোনা শনাক্ত করতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তবর্তীকালীন গাইডেন্স অনুসরণ করে  অ্যান্টিজেনভিত্তিক টেস্ট চালুর অনুমতি দেওয়া হলো। 

যাচাই-বাছাইয়ের জন‌্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রক্রিয়াধীন কোভিড-১৯ ল্যাব সম্প্রসারণ নীতিমালাটি চূড়ান্ত হলে তা যথাযথভাবে অনুসরণ করার কথা চিঠিতে উল্লেখ করা হয়।

জাগরণ/এমএইচ

আরও পড়ুন