• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০, ১২:৪৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০, ১২:৪৪ এএম

এক দশকে খেলাপি ঋণ বেড়েছে ৪১৭ শতাংশ

এক দশকে খেলাপি ঋণ বেড়েছে ৪১৭ শতাংশ

দেশে এক দশকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৪১৭ শতাংশ। ২০০৯ সালে মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা, এখন যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৮৮ কোটিতে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে গবেষণা সংস্থা টিআইবি আয়োজিত এক ওয়েবিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

সেমিনারে বলা হয়, ২০০৯ থেকে প্রতিবছর গড়ে খেলাপি ঋণ বেড়েছে ৯ হাজার ৩৮০ কোটি টাকা।

অভিযোগ করা হয়, সার্বিক ব্যাংকিং খাত তদারকিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ খাতে রয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি এবং আইনের সীমাবদ্ধতা।

রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবেও খেলাপি ঋণ বাড়ছে বলে মন্তব্য করা হয় আলোচনায়।

কেন্দ্রীয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর উচ্চ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের অনিয়ম এবং দুর্বলতা রয়েছে বলে জানায় টিআইবি। 

কেএপি