• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০, ০১:৫০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২০, ০১:৫০ পিএম

আজও টিকিটের জন্য হাহাকার

সৌদির বাতিল হওয়া সব ফ্লাইট চালু ১ অক্টোবর

সৌদির বাতিল হওয়া সব ফ্লাইট চালু ১ অক্টোবর

বৈশ্বিক মহামারি করেনার আগে ছুটিতে দেশে এসে আটকা পড়েন প্রায় ৮০ হাজার প্রবাসী কর্মী। সাত মাস পর কাজে ফিরে যাওয়ার সুযোগ এলেও ফ্লাইটের অভাবে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাই বাধ্য হয়ে গত তিন দিন ধরে টিকিটের জন্য রাজধানী সোনারগাঁও হোটেলে থাকা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও  মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনের ফটকে বিক্ষোভ করেন টিকিট প্রার্থীরা।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন সৌদি আরবগামী বাতিল হওয়া সব রুটের ফ্লাইট পহেলা অক্টোবর থেকে চালু হবে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। 

এ সময় তিনি আরো বলেন, ওমানের প্রবাসীরাও কাজে ফিরতে পারবেন পহেলা অক্টোবর থেকে। তবে পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিন করতে হবে।

এদিকে, যেসব প্রবাসী সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসে লকডাউনের কারণে আর ফিরতে পারেননি, তাদেরকে সৌদি ফেরাতে এরিমধ্যে দুটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান বিশেষ এই ফ্লাইট দুইটি পরিচালনা করবে।

জাগরণ/এমআর