• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০, ১২:১১ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২০, ১২:১১ এএম

ডিসেম্বরে শেখ হাসিনা-নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠক

ডিসেম্বরে শেখ হাসিনা-নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠক
সর্বশেষ ভারত সফরের একটি বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - ফাইল ফটো

আসছে ডিসেম্বরে আঞ্চলিক ও কূটনৈতিক নানা বিষয়ে আলোচনার জন্য ভার্চুয়াল বৈঠকে মিলিত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী এবং ভালো বন্ধু। আলোচনা করার মতো অনেক বিষয়ই আমাদের রয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী দুই নিকট প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে দুই দেশের মধ্য কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সইয়েরও ইঙ্গিত দেন। এ নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের কথা রয়েছে। তবে ওই বৈঠকে কোনো চুক্তি সই হবে না।

এদিকে রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশে আটকেপড়া সৌদি প্রবাসী সব শ্রমিককে ফেরানো সম্ভব হবে বলে আশা করছি।

এসকে