• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২০, ০৬:৩১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০২০, ০৬:৩১ পিএম

উপনির্বাচন

ঢাকা-১৮ জাহাঙ্গীর এবং সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিম

ঢাকা-১৮ জাহাঙ্গীর এবং সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিম

ঢাকা-১৮ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন এসএম জাহাঙ্গীর এবং সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

শুক্রবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাছানকে ঢাকা-১৮ ও আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে সিরাজগঞ্জ-১ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে চলতি বছরের ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। আর মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর এই দুই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।

আগামী ১২ নভেম্বর এ দুই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী এ দুই আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর।

দুই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।

জাগরণ/এমইউ

আরও পড়ুন