• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০, ০১:৫১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৯, ২০২০, ০১:৫১ পিএম

পদ্মার বুকে দৃশ্যমান স্বপ্নের সেতুর ৫ কিলোমিটার

পদ্মার বুকে দৃশ্যমান স্বপ্নের সেতুর ৫ কিলোমিটার

পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর পিয়ারের (খুঁটি) ওপর বসানো হয়েছে ৩৩ তম স্প্যানটি। 

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্প্যানটি সফলভাবে বসানো হয়। এর মাধ্যমে পদ্মা সেতুর এখন ৪ হাজার ৯৫০ মিটার দৃশ্যমান হলো। যা প্রায় ৫ কিলোমিটারের কাছাকাছি।

পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে। নতুন এই স্প্যান বসার পরে এখন বাকি আছে আর ৮টি। মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে বাকি ৮টি স্প্যান পুরোপুরি প্রস্তুত রয়েছে বালে জানা গেছে।

সেতু কর্তৃপক্ষ আগামী ডিসেম্বরের মধ্যেই বাকি সবগুলোই স্প্যান বসানোর পরিকল্পনা হাতে নিয়ে কাজ এগিয়ে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এই মাসের ২৫ এবং ৩০ তারিখে দিকে আবহাওয়া অনুকূলে থাকলে ৩৪ এবং ৩৫তম স্প্যান বসানো হতে পারে বলে জানা গেছে।

এদিকে, ৬ দশমিক ১৫ কিলোমিটারের পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। সবগুলো পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হচ্ছে।২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল পদ্মা সেতুর নির্মাণ কাজ। বর্তামানে সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯০ ভাগেরও বেশি।

জাগরণ/এমআর