• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ১০:১৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ১০:১৬ এএম

আগুনে পুড়লো তেঁজগাওয়ের টায়ার কারখানা

আগুনে পুড়লো তেঁজগাওয়ের টায়ার কারখানা

আগুনে পুড়লো রাজধানীর তেজগাঁওয়ের এপেক্স পলিমার করপোরেশন। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘন্টার চেষ্টায় টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও, পুড়েছে কোটি টাকার কাঁচামাল। আগুন লাগার কারণ জানতে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, ভোর ৫টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নির্বাপণের পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত  রাত ২টা ৫০ মিনিটে ভয়াবহ আগুনের সূত্রপাত রাজধানীর তেজগাঁওয়ের এপেক্স পলিমার করপোরেশনে। মুহুর্তেই যা ছড়িয়ে পড়ে আশপাশে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের  প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা না গেলেও, ধারণা করা হচ্ছে পুড়েছে কোটি টাকার বেশি কাঁচামাল।

জাগরণ/এমআর