• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০২:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ০২:৪৯ পিএম

২৫ টাকা কেজি আলু কিনতে দীর্ঘ লাইন

২৫ টাকা কেজি আলু কিনতে দীর্ঘ লাইন

সরকার দ্বিতীয় দফায় ৩৫ টাকা দাম বেধে দিলেও তা মানছেন না রাজধানীর খুচরা বাজারের আলু বিক্রেতারা। এখনো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে আলু বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর প্রেসক্লাব, ফার্মগেট, কারওয়ান বাজারসহ কয়েকটি স্পটে টিসিবির ট্রাক সেলে ক্রেতাদের দীর্ঘলাইন দেখা গেছে। তবে পেঁয়াজ-আলু কিনতে টিসিবির ট্রাকগুলোতে ক্রেতারাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। 

ঘণ্টাখানেক বা তারও বেশি সময় অপেক্ষা করে প্রায় অর্ধেক দামে ন্যায্যমূল্যের পণ্য কিনতে পেরে অনেকের মুখে ফুটে উঠছে হাসির রেখা। ক্রেতারা বলছেন, বাজারদরে নাভিশ্বাস উঠা এই সময়ে ট্রাকসেলের সংখ্যা আরো বাড়ানো দরকার।

টিসিবির ট্রাকে বর্তমানে আলু ২৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, চিনি ৫০ টাকা, মশুর ডাল ৫০ টাকা কেজিতে এবং সয়াবিন তেল ৮০ টাকা লিটারে বিক্রি হচ্ছে।

জাগরণ/এমআর