• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০, ১১:৪৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০২০, ১১:৪৬ এএম

পরীক্ষা বাতিল হওয়ায় আংশিক টাকা ফেরত পাচ্ছে শিক্ষার্থীরা

পরীক্ষা বাতিল হওয়ায় আংশিক টাকা ফেরত পাচ্ছে শিক্ষার্থীরা
ফাইল ছবি

চলিত বছরের বাতিল হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফরম ফিলআপের আংশিক ফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (২১ অক্টাবর) দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গঠিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক জিয়াউল হক বলেন, এবার এইচএসসি পরীক্ষা বাতিল করায় শিক্ষার্থীদের কিছু টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব খাতের টাকা খরচ হয়নি, তা ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ৭ অক্টোবর অনলাইন সংবাদ সম্মেলনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেন, জেএসসি-ডেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ করা হবে। এইচএসসির ফরম ফিলআপের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২৫০০ টাকা এবং মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের কাছ থেকে ১৯৪০ টাকা ফি ধরা হয়।

জাগরণ/এমআর