• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০, ১১:৪৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৫, ২০২০, ১১:৪৬ এএম

বসলো ৩৪ তম স্প্যান

৫.১ কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু

৫.১ কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ৭ ও ৮ নম্বর পিলারের উপর বসানো হলো ৩৪তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ১শ মিটার বা ৫ দশমিক ১ কিলোমিটার। ৩৩তম স্প্যান বসানোর ষষ্ঠদিনের মাথায় বসানো হলো এ স্প্যানটি। 

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা ৭ মিনিটের দিকে স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।

এর আগে গত ১৯ অক্টোবর মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর পিলারের ওপর বসানো হয় ৩৩তম স্প্যান। সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে আর মাত্র ৭টি স্প্যান বসাতে হবে। আগামী ৩০ অক্টোবর ৮ ও ৯ নম্বর পিলারের ওপর ৩৫তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

জাগরণ/এমআর