• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০, ০৩:০১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০২০, ০৩:০১ পিএম

আরো ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরো ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
ফাইল ছবি

ঢাকা বিভাগে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শুধুমাত্র ঢাকা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন এই ১০জন রোগী নিয়ে ঢাকা বিভাগের ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮জন রোগী ভর্তি রয়েছে। তবে অন্য কোন বিভাগে ডেঙ্গু আক্রান্ত আর কোন রোগী হাসপাতালে ভর্তি নেই।  

এদিকে, গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে চারজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর দুই জনের তথ্য বিশ্লেষণ করে একটি মৃত্য ডেঙ্গু জনিত বলে নিশ্চিত করেছে।

উল্লেখ্য, চলিত বছরের ১লা জানুয়ারি থেকে ২৮শে অক্টোবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৫ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫৬৩জন। এর আগে গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে তখন ১৭৯ জন মারা যান।

জাগরণ/এমআর