• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০, ০৯:৩৪ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০২০, ০৯:৩৪ এএম

মৌসুমি বায়ুর প্রভাবে ঝরবে বৃষ্টি 

মৌসুমি বায়ুর প্রভাবে ঝরবে বৃষ্টি 

গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার ভোররাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।

মৌসুমী বায়ু কক্সবাজার অঞ্চলে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

শনিবার (৩১ অক্টোবর) দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারবেগে বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তবে কয়েকদিনের মধ্যেই মৌসুমি বায়ুর প্রভাব কেটে যেতে পারে বলে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়। 

জাগরণ/এমআর