• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২০, ০৫:৫২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০২০, ০৫:৫২ পিএম

চীনে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

চীনে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতিপ্রাপ্ত বাংলাদেশে থাকা চীনের নাগরিক নন এমন ব্যক্তির সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। করোনা সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত বলে জানা গেছে।

বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত চীনা ভিসা প্রাপ্ত অথবা চীনে বসবাসের অনুমতি প্রাপ্ত ব্যক্তি কিন্তু চীনের নাগরিক নন তাদের দেশটিতে প্রবেশের ব্যাপারে সাময়িক নিষেধজ্ঞা আরোপ করা হলো। এখন থেকে চীনের বাংলাদেশ দূতাবাস এই ক্যাটাগরির কর্মীদের স্বাস্থ্য ঘোষণা পত্র আর সরবরাহ করবে না।

তবে, কূটনীতিকরা এবং দেশটির সি ভিসাধারীরা এই নোটিশের আওতাভুক্ত হবেন না। এছাড়াও জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশী নাগরিকগণ চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

নোটিশে আরও বলা হয়েছে, এই পদক্ষেপটি কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে গ্রহণ করা হয়েছে। আর এটা সাময়িক। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে যথাসময়ে আপডেট জানানো হবে।