• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২০, ০৯:১৫ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০২০, ০৯:১৫ এএম

১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতুয়াইলের আগুন

১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতুয়াইলের আগুন

ফায়ার সার্ভিসের দীর্ঘ ১০ ঘণ্টায় চেষ্টায় রাজধানীর ডেমরার মাতুয়াইলের কোনাপাড়ার লাইটের কারখানা ও গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং ১০ তলা ভবনের পাঁচ, ছয় ও সাততলায় আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে লাইট ও ব্যাটারির গুদাম এবং ফ্যান তৈরির কারখানা ছিল। অগ্নিকাণ্ডের খবরে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। পরে পর্যায়ক্রমে সংখ্যা বাড়িয়ে ১৬টি ইউনিটের চেষ্টায়, রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, ১০ তলাবিশিষ্ট ভবনটির প্রায় পুরোটাতেই দাহ্য পদার্থ ভরপুর ছিল। আগুন নেভানোর জন্য কাজ করার কোনো পরিবেশ ছিল না। একটি মাত্র সরু রাস্তা। যার ফলে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

জাগরণ/এমআর