• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০, ০১:৪০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০২০, ০১:৪০ পিএম

প্রেস ব্রিফিংয়ে রেলমন্ত্রী

‘রেল পানি’ খাওয়ার উপযোগী, পুনরায় বিক্রির সিদ্ধান্ত 

‘রেল পানি’ খাওয়ার উপযোগী, পুনরায় বিক্রির সিদ্ধান্ত 

আগামী ১৫ নভেম্বর থেকে পুনরায় রেল অঙ্গনে পুনরাই রেলপানি বিক্রয় করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‌‌রেলপানি বিষয়ে প্রেস ব্রিফিং মন্ত্রী এ কথা জানান।

এ সময় তিনি বলেন, রেলপানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলপানির মান নিয়ে প্রশ্ন উঠলে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিএসটিআই, বুয়েট এবং আইসিডিডিআবি দ্বারা রেলপানি পরীক্ষা করানো হয়েছে। তাদের রিপোর্ট মোতাবেক এ পানি পানের উপযুক্ত হিসেবে সনদপত্র প্রদান করা হয়েছে। সুতরাং এই পানি বিক্রিতে আর কোন সমস্যা হবে না।

রেলওয়ে ক্যাটারিং সার্ভিস প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েতে প্রচলিত ক্যাটারিং সার্ভিস মান উন্নয়নে মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম সেল (বিআরসিটিসি) গঠনের সক্ষমতা অর্জনের নির্দেশনা প্রদান করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন এর প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাটারিং সার্ভিস পরিচালনার বিষয়টি তদারকি, মান নিয়ন্ত্রণ ও আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছতা করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের আলোকে ক্যাটারিং পরিচালক হচ্ছে।

জাগরণ/এমআর