• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০, ০৬:০৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০২০, ০৬:০৩ পিএম

হোটেল লেকশোর থেকে ৩৪৯ বোতল বিদেশি মদ জব্দ  

হোটেল লেকশোর থেকে ৩৪৯ বোতল বিদেশি মদ জব্দ  
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দার একটি বিশেষ টিম। অভিযানে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন ও বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ অভিযানে ৩৪৯ বোতল বিদেশি মদ পাওয়া যায়, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি হোটেল কর্তৃপক্ষ। র‍্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক নাজমুন নাহার কায়সার।

এ নিয়ে আরো তদন্ত করা হবে এবং ভ্যাট আইন ও অন্যান্য আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নাজমুন নাহার কায়সার।

জাগরণ/এমআর