• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০, ১২:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০২০, ১২:৩৯ পিএম

বাসে আগুন 

গয়েশ্বর-ইশরাকসহ শতাধিক নেতাকর্মীর আগাম জামিন

গয়েশ্বর-ইশরাকসহ শতাধিক নেতাকর্মীর আগাম জামিন
ছবি: সংগৃহীত

রাজধানীতে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল মাহমুদ টুকু, ইশরাক হোসেন ও জাহাঙ্গীর হোসেনসহ শতাধিক নেতা-কর্মীকে ৫ই জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় সাতটি থানায় ১৬ টি মামলায় হয়েছে।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে, হাইকোর্টে আগাম জামিন নিতে আসেন বিএনপি নেতাকর্মীরা। ১২ই নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনেসহ রাজধানীর ৯টি এলাকায় ১০টি বাসে আগুন দেয়া হয়। ঘটনার পর মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা থানায় দায়ের করা হয়েছে বেশ কয়েকটি নাশকতার মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জনকে। আটক করা হয়েছে ৩২ জনকে। আসামিদের বেশির ভাগই বিএনপি নেতা-কর্মী।  

জাগরণ/এমআর